ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

sri lanka vs england
ছবি: আইসিসি

বিশ্বকাপের ২৭তম ম্যাচে লিডসের হেডিংলিতে মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। শুক্রবার (২২ জুন) খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। তার আগে টসে জিতেছেন লঙ্কান দলনেতা দিমুথ করুনারত্নে। তিনি বেছে নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

আসরের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইংলিশরা। ইয়ন মরগানের দলের অর্জন ৫ ম্যাচে ৮ পয়েন্ট। সেমিফাইনালে নাম লেখানোর দৌড়ে বেশ এগিয়ে তারা। সমান ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ৪। সেমিতে জায়গা করে নেওয়ার সম্ভাবনা তাদের খুবই ক্ষীণ।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৭৪টি, ইংল্যান্ড জয়ী: ৩৬টি, শ্রীলঙ্কা জয়ী: ৩৫টি, টাই: ১টি, পরিত্যক্ত: ২টি।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ১০টি, ইংল্যান্ড জয়ী: ৬টি, শ্রীলঙ্কা জয়ী: ৪টি।

একাদশ:

অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা দলে এসেছে দুটি পরিবর্তন। আভিস্কা ফার্নান্দো ও জীবন মেন্ডিস দলে ঢুকেছেন লাহিরু থিরিমান্নে ও মিলিন্দা সিরিবর্ধনের জায়গায়।

ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইল আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল পেরেরা (উইকেটরক্ষক), আভিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, ও লাসিথ মালিঙ্গা।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

6h ago