বাজেট কাঠামোর সংস্কার প্রয়োজন: সুজন
দেশের লক্ষ্য অর্জনে বাজেট কাঠামোর দ্রুত সংস্কার প্রয়োজন বলে জানিয়েছে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় সুজন বলেছে, “বাজেট কাঠামো ব্যবস্থাপনার মধ্যে জবাবদিহিতা ও গণতন্ত্রের চর্চা নেই। এই কাঠামোর সংস্কার প্রয়োজন।”
আজ (২১ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, “সংবিধান অনুসারে সংসদে কণ্ঠভোটে বাজেট পাশ করা ছাড়া একজন সংসদ সদস্যের আর কোনো ক্ষমতা নেই।”
সুজন জানিয়েছে, অর্থনীতির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এই বাজেট কাঠামো স্বাধীনতার তিনটি মৌলিক দিক- সমতা, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচারের আলোকে হওয়া উচিত। অন্যথায় লক্ষ্য অর্জন অধরাই থেকে যাবে।
Comments