চলন্ত ট্রেনে কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা, আটক ১
পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেনের টয়লেটে স্কুলপড়ুয়া এক কিশোরীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
আমাদের পাবনা সংবাদদাতা জানান, গতরাতে রাজশাহীগামী ‘সিল্ক সিটি এক্সপ্রেস’ ট্রেনে এই ঘটনা ঘটে।
অষ্টম শ্রেণী পড়ুয়া ১৪ বছরের ওই কিশোরী তার খালার সঙ্গে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী রেলস্টেশন থেকে ট্রেনে ওঠেছিলেন।
ঈশ্বরদী রেলস্টেশন পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর কুমার দত্ত জানান, ট্রেনের যাত্রীরা অভিযুক্ত যুবক মমিনুল ইসলামকে (২৭) ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ওই কিশোরীর খালা আজ সকালে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে, নাটোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আটক মমিনুলকে কারাগারে পাঠিয়েছেন।
Comments