আবার ভারতীয় লোকসভায় তিন তালাক বিল পেশ
‘তিন তালাক’কে বেআইনি ঘোষণা করতে একটি নতুন বিল ভারতীয় লোকসভায় পেশ করা হয়েছে। আগের বিলটি সংসদের উচ্চকক্ষে স্থগিত থাকায় পরে বাতিল হয়ে যায়।
দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাতিল হয়ে যাওয়া সেই বিল আজ আবার পেশ করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র মাধ্যমে মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) বিল ২০১৯ থেকে একটি অর্ডিন্যান্স ইস্যু করা হয়। কিন্তু, সেটি রাজ্যসভায় পাশ করানো যায়নি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে লোকসভায় বিলটি পাশ হয়েছিলো। সেখানে বলা হয়েছিলো যে, কোনো মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে তাৎক্ষণিকভাবে ‘তালাক’ শব্দটি উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদ করলে তার তিন বছরের কারাদণ্ড হবে।
Comments