সন্ত্রাসে অর্থ যোগান বন্ধে পাকিস্তানকে আন্তর্জাতিক সংস্থার আল্টিমেটাম
জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা তৈরি করতে বলেছে আন্তরাষ্ট্রীয় সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ)। অন্যথায় দেশটিকে ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভারতীয় কূটনৈতিক মহল সূত্রে সেদেশের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, চীন এক্ষেত্রে পাকিস্তানের পাশে থাকলেও, এফএটিএফের দেওয়া হুঁশিয়ারির বিরোধিতা করেনি।
সন্ত্রাসে অর্থ যোগান ও অর্থপাচারের ক্ষেত্রে অপর্যাপ্ত নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানকে ইতিমধ্যে ‘ধূসর তালিকায়’ রেখেছে এফএটিএফ। পাকিস্তান যদি এফএটিএফের কালো তালিকায় পড়ে যায়, তাহলে তারা বিশ্বব্যাপী চরম চাপে পড়বে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় চলে যাবে বলে জানিয়েছে এনডিটিভি।
হাফিজ সাঈদ, মাসুদ আজাহারের মতো জাতিসংঘ ঘোষিত জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে ভারতসহ অন্যান্য দেশ। পাশাপাশি তারা উল্লেখ করেছে যে, জঙ্গি দমনে পাকিস্তানের আইন আন্তর্জাতিক সংস্থাগুলির ঠিক করা আইনের সঙ্গে সামঞ্জস্যহীন।
Comments