সব ম্যাচে হারা আফগানদেরও হালকাভাবে নিচ্ছে না ভারত

india vs afghanistan
ফাইল ছবি

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। চার ম্যাচের তিনটিতে জিতেছে তারা। বাকিটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেললেও এখনও পয়েন্টের মুখ দেখেনি আফগানিস্তান। তবে দুই দলের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর বুঝিয়ে দিয়েছেন, পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটিকেও হালকাভাবে নিচ্ছেন না তারা।

ইংল্যান্ড বিশ্বকাপের ২৭তম ম্যাচে শনিবার (২২ জুন) মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও আফগানিস্তান। সাউদাম্পটনের রোজ বোলে এশিয়ার দুই দলের ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। বিশ্বকাপের মঞ্চে এটাই তাদের প্রথম দেখা।

ম্যাচের আগের দিন গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে শঙ্কর জানান, 'আমরা কাদের বিপক্ষে খেলছি এটা আসলে বিষয় না। আমি মনে করি, আমরা ব্যক্তি হিসেবে কীভাবে খেলছি এটাই গুরুত্বপূর্ণ। আমি আগেও বললাম, আমরা সবসময়ই উন্নতির কথা ভাবি। এমনকি যখন আমরা অনুশীলন সেশনে থাকি তখনও। সেটাই আমাদের মূল লক্ষ্য। তাই এ ম্যাচেও আমরা আরও উন্নতির দিকটাই দেখব।'

ভেন্যু ও উইকেট:

রোজ বোলের উইকেটে রান বন্যা না হলেও তা ব্যাটিংয়ের বেশ উপযোগী। এই মাঠে আগে আরও চারটি ম্যাচ খেলেছে ভারত। সমান দুটি করে জয় ও হার জুটেছে তাদের কপালে। আফগানরা প্রথমবার এই মাঠে খেলতে যাচ্ছে।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ২টি, ভারত জয়ী: ১টি, আফগানিস্তান জয়ী: ০টি, টাই: ১টি।

সম্ভাব্য একাদশ:

ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার চোট পেয়েছেন। তার পরিবর্তে মোহাম্মদ শামির দলে ফেরাটা একরকম নিশ্চিতই। আফগান শিবিরের অবস্থা মোটেও ভালো নয়। টানা ম্যাচ হারের সঙ্গে যুক্ত হয়েছে দলের ভেতরে অস্থিরতার গুঞ্জনও। তাই এ ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা গেলে অবাক হওয়ার উপায় নেই।

ভারত:

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।

আফগানিস্তান:

নুর আলী জাদরান, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান, দৌলত জাদরান।

Comments

The Daily Star  | English
Govt Guarantees To Loans of State Enterprises

Sovereign guarantee rules to be revised

The government plans to amend the existing sovereign guarantee guidelines to streamline the process and mitigate fiscal risks if public entities fail to make repayments on time, according to a finance ministry report.

12h ago