আফগানদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে ভারত
পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার। বিশ্বকাপ থেকে এক প্রকার ছিটকে পড়েছে দলটি। তারপরও আশা ছাড়ছে না আফগানিস্তান। অবিশ্বাস্য কিছু করে দেখাতে চায় দলটি। এবার লড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে। বিশ্বকাপে যারা এখনও অপরাজিত দল। এমন ম্যাচে টস জিতে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত। এমনকি এখন পর্যন্ত দুইবার মোকাবেলা করেছে দল দুটি। তাতে একটি জয় ভারতের। অন্যটি টাই। তাই মুখোমুখি ইতিহাসে খুব বেশি পিছিয়ে নেই আফগানরা। দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপে হারিয়েই চমকে দিতে চায় দলটি।
ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার চোট পেয়েছেন। তাই তার পরিবর্তে দলে ফিরেছেন মোহাম্মদ শামি। আফগান শিবিরের অবস্থা মোটেও ভালো নয়। টানা ম্যাচ হারের সঙ্গে যুক্ত হয়েছে দলের ভেতরে অস্থিরতার গুঞ্জনও। ম্যাচের একাদশে আছে দুটি পরিবর্তন। ফিরেছেন হজরতউল্লাহ জাজাই ও আফতাব আলম। বাদ পড়েছেন নূর আলি জাদরান ও দৌলত জাদরান।
ভারত: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান: হজরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, ইকরাম আলী খিল, রশিদ খান, আফতাব আলম ও মুজিব উর রহমান।
Comments