সপ্তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সপ্তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
আজ (২২ জুন) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “এ জন্য ইতিমধ্যে দলীয় কার্যক্রম শুরু হয়েছে। জেলা কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে।”
আজ সকাল ১১টায় দলের স্থায়ী কমিটির নতুন দুই সদস্য সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।
Comments