নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ
সেমি-ফাইনালের স্বপ্ন ধরে রাখতে হলে শেষ চার ম্যাচে জয়ের বিকল্প নেই উইন্ডিজের। জিতলেও যে হবে তাও নয়, তাকিয়ে থাকতে হবে অন্যদলগুলোর ফলাফলের উপর। তাই ক্যারিবিয়ানদের জন্য ম্যাচটি বাঁচা মরার লড়াই। অন্যদিকে বিশ্বকাপে এখনও হারের স্বাদ দেখেনি নিউজিল্যান্ড। এদিন জয় পেলে সেম-ফাইনালে এক পা দিয়ে রাখবে দলটি। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে উইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে উইন্ডিজ। হাঁটুর ইনজুরিতে দলে নেই আন্দ্রে রাসেল। চলতি আসরে দারুণ বোলিং করছিলেন তিনি। যদিও ব্যাট হাতে সে অর্থে জ্বলে উঠতে পারেননি বিস্ফোরক এ ব্যাটসম্যান। তার জায়গায় কার্লোস ব্র্যাথওয়েটকে একাদশে ফিরিয়েছে দলটি।
পরিবর্তন আছে আরও। নিউজিল্যান্ডের স্পিন দুর্বলতার কথা ভেবেই হয়তো অ্যাশলে নার্সকে একাদশে ফিরিয়েছে তারা। বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো। এছাড়া শ্যনন গ্যাব্রিয়েলের জায়গায় সুযোগ পেয়েছেন কেমার রোচ।
তবে নিউজিল্যান্ড দলে কোন পরিবর্তন নেই। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দলটি।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
উইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।
Comments