সক্ষমতা থাকলে বিএনপি আন্দোলন করে দেখাক: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা আন্দোলনের কথা তো বারবারই বলে বেড়াচ্ছে। এখনও পুরানো কথার পুনরাবৃত্তি শুনতে পাচ্ছি। তাদের যদি সেই সক্ষমতা থাকে, সাহস থাকে আন্দোলন করে দেখাক। ১০ বছরে তো ১০ মিনিটের একটা আন্দোলন দেখলাম না।

আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করা হবে- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় বিএনপিকে আন্দোলনের সক্ষমতা প্রমাণেরও আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা আবারও বলছি, আন্দোলন করে তারা খালেদা জিয়াকে মুক্ত করুক।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যাবে বিএনপি- মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের ব্যাপারে সাংবাদিকরা মন্তব্য চাইলে কাদের বলেন, তাদের গণতন্ত্র স্ববিরোধিতায় পরিপূর্ণ। আন্দোলন কি করবে। মির্জা ফখরুল নিজেই নির্বাচনে জয়ী হয়ে সংসদে যোগ দিলেন না, অথচ সেই আসনে পুনর্নির্বাচনে প্রার্থী দিলেন। এটা কোন গণতন্ত্র। এটা কি গণতন্ত্র?

“তাদের পাঁচজন সংসদে যোগ দিলেন, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলেন শপথ নিলেন কিন্তু দলের মহাসচিব সংসদে যোগ দিলেন না, এই দ্বৈতনীতি তাদের দলে। এটা কি ধরনের গণতন্ত্র। এই গণতন্ত্র হাস্যকর,” যোগ করেন কাদের।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাসিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago