দুই বোনকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ, আটক ২

rape victim logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ফ্ল্যাট বাড়ি থেকে দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের অভিযোগ প্রেমের ফাঁদে ফেলে দুই বন্ধু তাদেরকে ২০ দিন ধরে ওই বাসায় আটকে রেখে ধর্ষণ করেছে। উদ্ধার হওয়া কিশোরীরা পরস্পরের চাচাতো বোন।

আজ শনিবার সকালে ফতুল্লা থানা অধীন গিরিধারা এলাকার বাসা থেকে ওই দুই কিশোরী বোনকে উদ্ধার ও অভিযুক্ত দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভোলার কুলসুমবাগ এলাকার বাদল মিয়ার ছেলে আল আমিন (২২) ও একই এলাকার আজিজ হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৫)। তারা পরস্পরের বন্ধু। ওই বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করতেন।

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান, প্রেমের ফাঁদে ফেলে ২ জুন বিকাল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে দুই চাচাতো বোনকে অপহরণ করে আল আমিন ও তার বন্ধু রিয়াদ। পরে তাদেরকে ফতুল্লার গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের মালিকানাধীন ফ্ল্যাট বাসায় নিয়ে যায়। বাসার এক কক্ষেই দুই কিশোরী বোনকে নিয়ে রাত্রি যাপন করতে থাকে। অপহরণের রাত থেকেই একই কক্ষে দুই বন্ধু অসংখ্যবার তাদেরকে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়। স্বজনরা তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ২১ জুন এক অপহৃতার বাবা সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন। ওই জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় এক কিশোরীর বাবা বাদী হয়ে দুই যুবকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এছাড়াও দুই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

2h ago