রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংক সুদ মওকুফ করেছে ১২০০ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত মিলিয়ে সাত ব্যাংক থেকে গত বছর ১ হাজার ১৯৮ কোটি ২৪ লাখ টাকা সুদ মওকুফ করা হয়েছে বলে আজ সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ৬ হাজার ১৬৩ টি ঋণ হিসাবের বিপরীতে সুদ মওকুফ করা হয়।
তিনি আরও জানান, মওকুফ করা ঋণের মধ্যে অগ্রণী ব্যাংক ২০০৮টি ঋণ হিসাবের বিপরীতে সর্বোচ্চ ৪৯৪ কোটি টাকা সুদ মওকুফ করেছে। এর পরই রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ৬৬টি ঋণ হিসাবের বিপরীতে এই ব্যাংক সুদ মওকুফ করেছে ৪৩৫ কোটি টাকা। রূপালি ব্যাংক থেকে ২০৩টি ঋণ হিসাবের বিপরীতে সুদ মওকুফ করা হয়েছে ১৩৪ কোটি টাকা। এছাড়া সোনালী ব্যাংক , জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসিক ব্যাংক থেকে সুদ মওকুফ করা হয়েছে যথাক্রমে ৭৩ কোটি, ৫৪ কোটি, ৪.৩৫ কোটি ও ১.৬৯ কোটি টাকা।
অন্যদিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গত বছর কোনো ঋণের সুদ মওকুফ করেনি গত বছর।
Comments