সাইফুদ্দিনের চোট ‘কত বড়’ জানা নেই প্রধান নির্বাচকের
আগের দিন সাউদাম্পটন এসে বেশিরভাগ ক্রিকেটারই আছেন বিশ্রামের মেজাজে। টিম হোটেলে শুয়ে বসেই কাটছে সময়। কেউ কেউ বেরিয়ে গেছেন পাশের ফুড এরিনায়। কিন্তু ঐচ্ছিক অনুশীলন থাকলেও অধিনায়ক মাশরাফি মর্তুজা আরও চার সতীর্থকে টিম বাসে করে ছুটে যান অনুশীলনে। পাঁচজনের এই দলে চোটের কারণে আগের ম্যাচ না খেলা মোসাদ্দেক হোসেন আছেন। কিন্তু নেই একই কারণে সেদিন না খেলা মোহাম্মদ সাইফুদ্দিন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন এই দুজনের আপডেট।
অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে নটিংহ্যাম থেকে সাউদাম্পটন আসার পর একটি অস্বস্তিও সঙ্গী হয়েছিল বাংলাদেশ দলের। সে ম্যাচে চোটের কারণে না খেলা মোসাদ্দেক আর সাইফুদ্দিনের চোট ঘিরে যে তৈরি হয়েছিল সংশয়, বিতর্ক। বিশেষ করে সাইফুদ্দিনের চোট আসলে কি সেটা অনেকটাই থেকে গেছে ধোঁয়াশায়।
টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাকি পীঠের চোটে পড়েন সাইফ। নটিংহ্যামে এসে ব্যথা অনুভব করায় খেলেননি গুরুত্বপূর্ণ সেই ম্যাচ। মোসাদ্দেকের ব্যাপারে নিশ্চিত তথ্য দিলেও সাইফুদ্দিনের চোট আসলে কি এবং কতটা গুরুতর তা জানেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও, ‘মোসাদ্দেক ফিট। একদম ঠিক আছে। খেলার জন্য পুরোপুরি সুস্থ। সাইফের ব্যাপারে ফিজিও এখনও আমাদের বলেননি যে এটি বড় কোনো ইনজুরি। অনেক সময় খেলার পর যে একটু জড়তা আসে, সেটা আছে। এটা বড় কিছু কিনা এখনও জানি না। ওর দেখভাল করছেন ফিজিও। আজকে ফিজিও দেখে ওর অবস্থা আমাদের জানাবেন। এরপর বোঝা যাবে।’
Comments