টেকনাফে ২ পলাতক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কক্সবাজার জেলার টেকনাফের সাবরাংয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছেন।
আজ (২৩ জুন) ভোররাত ১টার দিকে সাবরাংয়ের কাটাবুনিয়া নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফ সদরের নাইটং পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে ও ৪৯ জন রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামি মো. রুবেল এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লার ছেলে ওমর ফারুক।
ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), ১১ রাউন্ড শটগানের তাজা কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের ভাষ্য মতে, বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশ রোহিঙ্গা পাচার মামলার আসামি মো. রুবেল এবং ওমর ফারুককে গ্রেপ্তারের জন্য কাটাবুনিয়া নৌকাঘাটে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়তে থাকে। এতে তারা গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ‘মৃত’ ঘোষণা করেন।
আহত এসআই নুরুল ইসলাম, মো. শামিম রেজা এবং মো. মহি উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি জানান, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে নিহত দুই জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Comments