টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠাল পাকিস্তান
দেয়ালে পিঠ ঠেকা দুদলেরই। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা-কারোরই জয়ের বিকল্প নেই। বিশেষ করে প্রোটিয়াদের। কারণ, এরই মধ্যে তারা খেলে ফেলেছে ছয়টি ম্যাচ। তাই প্রতিটি ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার। এমন কঠিন সমীকরণ সামনে রেখে পাকিস্তানের মুখোমুখি হতে যাওয়ার আগে অবশ্য টসে হেরেছে দলটি। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বেছে নিয়েছেন ব্যাটিং। ফলে দক্ষিণ আফ্রিকাকে নামতে হচ্ছে বোলিংয়ে।
ছয় ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে ফ্যাফ দু প্লেসির দক্ষিণ আফ্রিকা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে নয় নম্বরে পাকিস্তান। লর্ডসে ম্যাচ শুরু রবিবার (২৩ জুন) বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নেওয়ার যুক্তি হিসেবে সরফরাজ জানান, উইকেট দেখে ব্যাটিংয়ের উপযোগী মনে হয়েছে তার। তবে দু প্লেসি বলছেন উল্টো কথা। টস জিতলে তিনি না-কী আগে ফিল্ডিংই বেছে নিতেন। তাই হারলেও সমস্যা দেখছেন না তিনি।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৭৮টি, পাকিস্তান জয়ী: ২৭টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ৫০টি, পরিত্যক্ত: ১টি।
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৪টি, পাকিস্তান জয়ী: ১টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ৩টি।
একাদশ:
পাকিস্তানের একাদশে এসেছে দুটি পরিবর্তন। স্পিন অলরাউন্ডার শোয়েব মালিক ও পেসার হাসান আলি বাদ পড়েছেন। ফিরেছেন হারিস সোহেল ও শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তান:
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক ও অধিনায়ক), হারিস সোহেল, শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকা:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফ্যাফ দু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, আন্দিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, ইমরন তাহির, লুঙ্গি এনগিডি।
Comments