‘আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি’
সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার নতুন ছবি ‘ঢাকা ২০৪০’ এর শুটিং শুরুর দিন আজ (২৪ জুন) এমন মন্তব্য করেন ‘প্রেমী ও প্রেমী’-খ্যাত অভিনেত্রী।
দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ ছবিতে নুসরাতের সঙ্গী হয়েছেন বাপ্পী।
নতুন ছবি প্রসঙ্গে নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দীপংকর দীপন একজন প্রমাণিত পরিচালক। এই ছবিটির গল্প এমন যা দর্শকরা আগে কখনো দেখেননি। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তাই দর্শকদের এবারও নতুন কিছু উপহার দিতে চাই।”
এদিকে, গত ২১ জুন কলকাতায় মুক্তি পেয়েছে ‘বিবাহ অভিযান’ নামের একটি ছবি। এতে তার বিপরীতে রয়েছেন অঙ্কুশ। ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নুসরাত।
‘বিবাহ অভিযান’-এ একজন বিপ্লবী মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ‘আশিকী’ চলচ্চিত্রের নায়কও ছিলেন অঙ্কুশ।
তবে ছবি দুটিতে সময় দিতে গিয়ে ঢাকা-কলকাতা করতে হচ্ছে নুসরাতকে।
Comments