দুর্ঘটনার সম্ভাব্য দুই কারণ, সন্ধ্যানাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে: রেল সচিব
মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত রেললাইন ঠিক হতে আজ (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন রেল সচিব মোজাম্মেল হোসেন।
তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন চলে এসেছে। সন্ধ্যার দিকে লাইন ঠিক হলে পুনরায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু করা হবে।
এছাড়াও, উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিকভাবে সম্ভাব্য দুটি কারণ জানিয়েছেন তিনি।
আজ সকালে ঘটনাস্থল থেকে রেল সচিব সাংবাদিকদের জানান যে, হয়তো রেললাইনে ত্রুটি ছিলো, নয়তো ট্রেনের বগির চাকার এলাইনমেন্ট ঠিক ছিলো না।
তবে তিনি জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, কুলাউড়ায় গতরাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
Comments