দুর্ঘটনার সম্ভাব্য দুই কারণ, সন্ধ্যানাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে: রেল সচিব

Upaban
২৪ জুন ২০১৯, মৌলভীবাজারের কুলাউড়ায় লাইনচ্যুত হওয়া উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। ছবি: মিন্টু দেশোয়ারা

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত রেললাইন ঠিক হতে আজ (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন রেল সচিব মোজাম্মেল হোসেন।

তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন চলে এসেছে। সন্ধ্যার দিকে লাইন ঠিক হলে পুনরায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু করা হবে।

এছাড়াও, উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিকভাবে সম্ভাব্য দুটি কারণ জানিয়েছেন তিনি।

আজ সকালে ঘটনাস্থল থেকে রেল সচিব সাংবাদিকদের জানান যে, হয়তো রেললাইনে ত্রুটি ছিলো, নয়তো ট্রেনের বগির চাকার এলাইনমেন্ট ঠিক ছিলো না।

তবে তিনি জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, কুলাউড়ায় গতরাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

ট্রেন দুর্ঘটনা: নিহত ৪, আহত শতাধিক, তদন্ত কমিটি

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago