কারাগারে ওসি মোয়াজ্জেমকে ডিভিশন দেওয়ার নির্দেশ
ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেওয়ার দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন আদালত।
থানায় অভিযোগ করতে আসা ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির সঙ্গে কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওসি মোয়াজ্জেম। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মোয়াজ্জেম বর্তমানে কারাগারে রয়েছেন।
সোমবার (২৪ জুন) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। মোয়াজ্জেমের সামাজিক মর্যাদা বিবেচনায় তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার আদেশ দেন আদালত।
নুসরাতের সম্মতি ছাড়া ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গত ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে মামালটি দায়ের করেন।
ঘটনাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রতিবেদন দেওয়ার পর ট্রাইব্যুনাল গত ২৭ মে মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
৩১ মে পরোয়ানার চিঠি ফেনীর পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছায়। ৩ জুন পরোয়ানা হাতে পাওয়ার কথা স্বীকার করেন পুলিশ সুপার কাজী মনির-উজ-জামান। এর দুই দিন পর বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পরোয়ানা রংপুর রেঞ্জে পাঠানো হয়। তখন আবার রংপুর রেঞ্জ বলেছে, কাজটি বিধি মোতাবেক হয়নি। এই সুযোগে মোয়াজ্জেম পালিয়ে যান। পরোয়ানা জারির ২০ দিন পর ১৬ জুন ঢাকার সুপ্রিম কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments