কিংবদন্তিদের কাতারে কিনা, ‘আপনারা বলতে পারবেন’

এর আগে তিন বিশ্বকাপে মিলিয়ে ৫৪০ রান ছিল সাকিব আল হাসানের ঝুলিতে। এই বিশ্বকাপে ছয় ম্যাচ খেলেই করে ফেলছেন আরও ৪৭৬ রান। আগে তিন বিশ্বকাপে উইকেট ছিল ২৩টি। এবার এরমধ্যেই নিয়ে নিয়েছেন ১০ উইকেট। বিশ্বকাপে এক হাজার রান আর কমপক্ষে ৩০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটারও এখন তিনি। টানা কয়েকবছর থেকে শীর্ষ অলরাউন্ডার থাকলেও বিশ্বকাপের মতো আসরে এতছিল ছিলেন গড়পড়তা। এই বিশ্বকাপে সেসব ছাপিয়ে সাকিব যেন নিজেকে তুললেন অন্য উচ্চতায়। ইতিহাসের কিংবদন্তি ক্রিকেটারদের কাতারেই তাকে ফেলা যায় কিনা, সেই রায় ছাড়লেন অন্যদের উপর।
Shakib Al Hasan
উইকেট পেয়ে সাকিবের উল্লাস। ছবি: রয়টার্স

এর আগে তিন বিশ্বকাপে মিলিয়ে ৫৪০ রান ছিল সাকিব আল হাসানের ঝুলিতে। এই বিশ্বকাপে ছয় ম্যাচ খেলেই করে ফেলছেন আরও ৪৭৬ রান। আগে তিন বিশ্বকাপে উইকেট ছিল ২৩টি। এবার এরমধ্যেই নিয়ে নিয়েছেন ১০ উইকেট। বিশ্বকাপে এক হাজার রান আর কমপক্ষে ৩০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটারও এখন তিনি। টানা কয়েকবছর থেকে শীর্ষ অলরাউন্ডার থাকলেও বিশ্বকাপের মতো আসরে এতছিল ছিলেন গড়পড়তা। এই বিশ্বকাপে সেসব ছাপিয়ে সাকিব যেন নিজেকে তুললেন অন্য উচ্চতায়। ইতিহাসের কিংবদন্তি ক্রিকেটারদের কাতারেই তাকে ফেলা যায় কিনা, সেই রায় ছাড়লেন অন্যদের উপর। 

আফগানিস্তানের বিপক্ষে মন্থর উইকেটে ২৬২ রানের পূঁজি নিয়ে ৬২ রানে জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে ৫১ রান করার পর ২৯ রানে ৫ উইকেট নিয়ে সেরা সাকিবই। বিশ্বকাপে এই পর্যন্ত বাংলাদেশের তিনজয়ের তিনটিতেই ম্যাচ সেরা তিনি।

এতটাই ধারাবাহিকতায় টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। বোলিং নিয়ে এদিন মাত করে নিজেকে টুর্নামেন্ট সেরার জোরালো দাবিদার করে ফেলেছেন। এই সাকিব আল হাসান কি তবে কিংবদন্তি কেউ? বরাবরই নিজেদের সাফল্য নিয়ে কম কথা বলা সাকিব সিদ্ধান্তটা ছাড়লেন মানুষের উপর,  ‘আমি কি করে বলব (হাসি)। এটা তো আপনারা বলতে পারবেন। কিন্তু এইগুলা নিয়ে আমি কখনো চিন্তা করি না।’

বিশ্বকাপে হাজার রান আর ৩০ উইকেটের দুই মাইলফলকই জেনেই মাঠে নেমেছিলেন। লক্ষ্য পূরণ হওয়ায় সন্তুষ্টি আছে, তবে দলের দিক থেকে কাজটা যে ঢের বাকি তা মনে করিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার , ‘দুটোই জানতাম। কোন একটা লক্ষ্য থাকলে সেটা পূরণের একটা তাড়না থাকে। সেটা অর্জন করতে পারলে অবশ্যই ভালো লাগে।’

‘আমি খুবই সন্তুষ্ট। এটা খুব দরকার ছিল (ভালো খেলা)। আমার নিজের কথা ভাবলে কিংবা দলের কথা ভাবলে। ভাগ্য সহায় যে আমি এটা করতে পেরেছি। এবং টুর্নামেন্ট যেভাবে যাচ্ছে । আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ভারতের সঙ্গে পরের ম্যাচ অনেক কঠিন হবে।’

এক ম্যাচে সাকিবের যতো মাইলফলক

-       প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক হাজার রান।

-       প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট।

-       প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান ও কমপক্ষে ৩০ উইকেট।

-       দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে ফিফটি ও ৫ উইকেট।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

5h ago