কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি
২০১৯ ব্রাজিল কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সময় সকালে। ‘সি’ গ্রুপের ম্যাচ দুটির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ।
এদিন বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ১-০ হারায় উরুগুয়ে। আর জাপান ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে উরুগুয়ে। আগের দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়ায় রানার্সআপ হয়ে কোয়ার্টারের টিকিট পেয়েছে চিলিও। তবে পয়েন্ট ভাগাভাগি করায় কপাল পুড়েছে জাপান-ইকুয়েডরের।
Estes são os confrontos das quartas de final da @CONMEBOL #CopaAmerica que farão o continente vibrar. pic.twitter.com/oa9Hl5qP9c
— Copa América (@CopaAmerica) June 25, 2019
‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে তিনটি করে দল শেষ আটে উঠেছে। ‘এ’ গ্রুপের স্বাগতিক ব্রাজিল, ভেনেজুয়েলা ও পেরুর সঙ্গে ‘বি’ গ্রুপের কলম্বিয়া, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে জায়গা পেয়েছে কোয়ার্টার ফাইনালে।
সূচি অনুসারে, কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ব্রাজিল মোকাবেলা করবে প্যারাগুয়েকে। আর দ্বিতীয়টিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অর্থাৎ নিজ নিজ ম্যাচে জয় পেলে সেমিফাইনালেই দেখা হয়ে যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার।
২০১৯ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি:
দিন-তারিখ |
ম্যাচ |
সময় |
২৮ জুন, শুক্রবার |
ব্রাজিল-প্যারাগুয়ে |
সকাল ৬টা ৩০ মিনিট |
২৯ জুন, শনিবার |
ভেনেজুয়েলা-আর্জেন্টিনা |
রাত ১টা |
২৯ জুন, শনিবার |
কলম্বিয়া-চিলি |
ভোর ৫টা |
৩০ জুন, রবিবার |
উরুগুয়ে-পেরু |
রাত ১টা |
Comments