স্মিথ-ওয়ার্নারকে দর্শকরা দুয়ো দিলে থামাতে যাবেন না মরগান!

eoin morgan
ছবি: এএফপি

ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান মনে করেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে আবারও ক্রিকেটে ফেরা ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে সহজভাবে গ্রহণ করতে দর্শকদের আরও কিছুটা সময় লাগবে। তাই ইংলিশ সমর্থকরা যদি দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দুয়ো দেন, তবে তিনি তাদের থামাতে যাবেন না!

মঙ্গলবার (২৫ জুন) বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

বল টেম্পারিং করে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ার্নার-স্মিথ মাঠে ফেরার পর থেকেই দর্শকদের দুয়ো শুনে যেতে হচ্ছে তাদের। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইংলিশ সমর্থকরা গ্যালারি থেকে এই দুজনকে ‘প্রতারক’ বলে বিদ্রূপ করেছিলেন। এমনকি তাদেরকে মাঠ থেকে বের হয়ে যেতেও বলা হয়েছিল। বিশ্বকাপেও সেই পরিস্থিতির খুব বেশি বদল ঘটেনি। বিশেষ করে অসিদের সমশক্তির দলগুলোর সমর্থকরা লাগাতার এই কাজ করে যাচ্ছেন।

অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে স্মিথ-ওয়ার্নারকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় দলনেতা ক্রিকেটীয় চেতনার অনুপম নিদর্শন রেখে নিজ দেশের ক্রিকেটভক্তদের প্রতি ইশারা করেছিলেন দুয়ো না দিতে। তবে সেই পথে হাঁটার কোনো ইচ্ছা নেই মরগানের। তার সাফ কথা, দর্শকরা দুয়ো দিলে তার কিছু করার নেই।

মরগান বলেন, ‘দর্শকরা অনেক টাকা খরচ করে খেলা দেখতে আসেন। তারা যা ইচ্ছা, তা-ই করতে পারেন। আপনি জানেন না, ক্রীড়াপ্রেমীরা কেমন আচরণ করবেন। দুজন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে, তারা শাস্তি ভোগ করেছেন এবং খেলাতেও ফিরেছেন, এর মানে এই নয় যে, রাতারাতি তাদেরকে ক্রিকেটীয় অঙ্গনে মেনে নেবেন সমর্থকরা। এর জন্য সময় লাগবে।’

দর্শকরা কেমন আচরণ করবে তার ওপর নিজের কোনো প্রভাব রাখতে চান না তিনি, ‘আমি কিছুই প্রত্যাশা করছি না। আমি মনে করি, দেশের ভক্ত-সমর্থকরা একেকজন একেকরকম প্রতিক্রিয়া দেখাবে। বিশ্বজুড়েও একই ঘটনা ঘটবে। দেখা যাক, কী ঘটে।’

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago