বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান আর নেই
মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান আর নেই।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি রোগ সহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। স্ত্রী ও এক ছেলেসহ স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ইকবাল হোসেনের চাচাতো ভাই সোলায়মান খান জানান, বাদ আসর সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযোদ্ধা কবরাস্থানে তাকে সমাহিত করা হবে।
Comments