ছুটিতে ঘুরতে বেরিয়েছেন সাকিব, তামিমরা
ভারতের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচের আগে প্রায় সপ্তাহখানেকের বিরতি। টানা ম্যাচ খেলা ও ভ্রমণের ধকল কাটিয়ে ওঠার সুযোগ দিতে তাই ক্রিকেটারদের আগামী ২৯ জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। এই ছুটিতে পরিবারসমেত ঘুরতে বেরিয়েছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসান শুরুতে ফ্রান্স ও সুইজারল্যান্ড যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি আছেন লন্ডনে।
ছুটি কাজে লাগাতে যার যার মতো পরিকল্পনা করছেন টাইগার ক্রিকেটাররা। তামিম ইকবাল যেমন সাউদাম্পটন থেকে চলে গেছেন লন্ডন। তার মতই লন্ডনে গেছেন আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমানরা।
মোহাম্মদ মিঠুন গেছেন ব্রিস্টলে। তবে দলের সঙ্গেও বার্মিংহামে গেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে তারও বার্মিংহাম থেকে কোথাও ঘুরতে যাওয়ার কথা।
এই ছুটির মাঝে বাংলাদেশ দলের কোনো অফিসিয়াল অনুশীলন সেশন নেই। তার আগে ক্রিকেটাররা নিজেদের মতো করে ঐচ্ছিক অনুশীলন সারবেন। এরপর আগামী ৩০ জুন শুরু হবে ভারত ম্যাচের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি।
বাংলাদেশের হাতে থাকা দুটি ম্যাচই এখন নক-আউটে রূপ নিয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সেরা ফল করার কোনো বিকল্প নেই। আগামী ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে বিরাট কোহলিদের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ জুলাই।
Comments