চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১৬ যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, গতরাত সাড়ে ১০টার দিকে পিটিআই বাস স্টেশনের কাছে মাইক্রোবাসটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, দগ্ধ হওয়া মাইক্রোবাস যাত্রীরা সবাই একই পরিবারের।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত ব্যক্তিরা সবাই আশঙ্কামুক্ত।
স্থানীয় ফায়ার সার্ভিসের কাছ থেকে জানা যায়, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে চন্দনাইশের দিকে যাচ্ছিলো।
Comments