বার্সা ছাড়লেন সিলেসেন-গোমেস

cillessen and gomes
ফাইল ছবি

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন গোলরক্ষক জ্যাসপার সিলেসেন এবং মিডফিল্ডার আন্দ্রে গোমেস। নেদারল্যান্ডসের সিলেসেন যোগ দিয়েছেন ভ্যালেন্সিয়ায়। আর পর্তুগালের গোমেসকে দলে নিয়েছে এভারটন।

মঙ্গলবার (২৬ জুন) দুই ফুটবলারের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বার্সার পক্ষ থেকে। সিলেসেনকে দলে টানতে কাতালানদের স্বদেশী ক্লাব ভ্যালেন্সিয়াকে খরচ করতে হচ্ছে ৩০ মিলিয়ন ইউরো। আর গোমেসকে কিনতে ইংলিশ ক্লাব এভারটনকে গুণতে হচ্ছে ২৫ মিলিয়ন ইউরো। চুক্তি অনুসারে, এর সঙ্গে আরও কিছু বাড়তি খরচ যোগ হতে পারে।

আয়াক্স আমস্টারডাম থেকে ২০১৬ সালে সিলেসেনকে কিনেছিল বার্সা। মূলত ব্যাক-আপ গোলরক্ষক হিসেবেই খেলেছেন তিনি। সবমিলিয়ে বার্সার জার্সিতে ৩২টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। জিতেছেন দুটি কোপা দেল রে শিরোপা।

গোমেসও একই বছর ভ্যালেন্সিয়া থেকে যোগ দিয়েছিলেন বার্সায়। প্রতিশ্রুতিশীল হলেও লিওনেল মেসিদের দলে সফল হতে পারেননি তিনি। সবশেষ মৌসুমে এভারটনেই ধারে খেলেছিলেন। মোট ৭৪ ম্যাচে বার্সার প্রতিনিধিত্ব করেছেন তিনি। জিতেছেন চারটি শিরোপা।

এদিকে, বার্সা ছেড়ে গেছেন মার্ক কারদোনাও। এই তরুণ ফরোয়ার্ড যোগ দিয়েছেন লা লিগায় উঠে নতুন করে উঠে আসা ক্লাব ওসাসুনাতে। কারদোনার ট্রান্সফার ফি ২.৫ মিলিয়ন ইউরো।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago