আইসিইউতে এরশাদ
বার্ধক্যজনীত জটিলতা ভুগতে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
বিরোধী দলীয় নেতাকে হসপাতালে নিয়ে যাওয়ার খবর নিশ্চিত করে এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল মঙ্গলবারও তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে নিয়মিত শারীরিক পরীক্ষা শেষে তিনি ফিরে এসেছিলেন।
এরশাদের ডেপুটি প্রেস সচিব জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান ভালো আছেন। তিনি ডাক্তারদের তত্ববধানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
গত নয় মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতার মধ্যে রয়েছেন এরশাদ। জাতীয় নির্বাচনের পর চিকিৎসার জন্য তাকে একবার সিঙ্গাপুরেও নিয়ে যাওয়া হয়েছিল।
৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে গঠিত একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে একবারই গিয়েছিলেন এরশাদ। অসুস্থতার কারণে সংসদের আর কোনো অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি।
সর্বশেষ ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত একটি ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন এরশাদ। এর পর আর প্রকাশ্য অনুষ্ঠানে তাকে দেখা যায়নি।
Comments