কোহলির বিশ্বরেকর্ডে বড় সংগ্রহের পথে ভারত

১৪২ বছরের ক্রিকেট ইতিহাসে মাত্র ১১ ব্যাটসম্যান ছিলেন যারা সব সংস্করণের ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন। এদিন দ্বাদশ ক্রিকেটার হিসেবে এ এলিট ক্লাবে নাম লেখালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাও আবার নতুন রেকর্ড গড়ে। মাত্র ৪১৭ ইনিংস খেলে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি। তাতে ভেঙেছেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের রেকর্ড।
ছবি: রয়টার্স

১৪২ বছরের ক্রিকেট ইতিহাসে মাত্র ১১ ব্যাটসম্যান ছিলেন যারা আন্তর্জাতিক অঙ্গনে সব সংস্করণের ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন। এদিন দ্বাদশ ক্রিকেটার হিসেবে এ এলিট ক্লাবে নাম লেখালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাও আবার নতুন রেকর্ড গড়ে। মাত্র ৪১৭ ইনিংস খেলে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি। তাতে ভেঙেছেন ব্রায়ান লারা ও শচীন  টেন্ডুলকারের রেকর্ড।

কোহলির খেলা ৪১৭ ইনিংসের ২২৮ ইনিংস খেলেছেন ওয়ানডেতে। বাকী ১৩১ ইনিংস টেস্টে এবং ৬২টি টি-টোয়েন্টিতে। এদিন ম্যাচে নামার আগে ২০ হাজারী ক্লাবে ঢুকতে ৩৭ রান প্রয়োজন ছিল কোহলির। জেসন হোল্ডারের করা ইনিংসের ২৫তম ওভারে সিঙ্গেল নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

কোহলির স্বদেশী শচীন  এবং ওয়েস্ট ইন্ডিজের লারা ২০ হাজার রান পূর্ণ করেছিলেন সমানসংখ্যক ইনিংসে। দুজনেরই লেগেছিল ৪৫৩ ইনিংস। নতুন রেকর্ড গড়ার পথে এ দুই কিংবদন্তি থেকে কোহলি ৩৬ ইনিংস কম খেলেছেন। এই তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং খেলেছিলেন ৪৬৮ ইনিংস।

এছাড়া তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে গড়লেন এ কীর্তি। শচীন ছাড়া এ ক্লাবের আরেক সদস্য রাহুল দ্রাবিড়। শচীন সবমিলিয়ে করেছিলেন ৩৪ হাজার ৩৫৭ রান। ব্যাট-প্যাড উঠিয়ে রাখার আগে দ্রাবিড়ের সংগ্রহ ছিল ২৪ হাজার ২০৮ রান। এখন দেখার বিষয় ৩০ বছর বয়সী কোহলি কোথায় থামেন। তাদের ছাড়িয়ে যাওয়ার জন্য যে লম্বা সময় হাতে রয়েছে তার। আর যেভাবে ছুটছেন তাতে সর্বোচ্চ রান করার রেকর্ডটিও বগলদাবা করা খুব বেশি অসম্ভব নয়।

উইন্ডিজের বিপক্ষে এদিন টস জিতে ব্যাটিং করতে নামে ভারত। দলীয় ২৯ রানে রোহিত শর্মার বিদায়ের পর মাঠে নামেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছেন আস্থার সঙ্গেই। ৩৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান। ৬৬ রানে রানে ব্যাট করছেন কোহলি। তার সঙ্গে উইকেটে আছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করছেন ৯ রানে।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

24m ago