উইন্ডিজকে ২৬৯ রানের লক্ষ্য দিল ভারত

ছবি: রয়টার্স

জিতলে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। অন্যদিকে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে উইন্ডিজের। এমন ম্যাচে শুরুটা খুব একটা খারাপ করেনি ক্যারিবিয়ানরা। ভারতকে ২৬৮ রানে আটকে রেখেছে দলটি। জিততে হলে ২৬৯ রান করতে হবে তাদের।

তবে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের দ্বাদশ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে করলেন ২০ হাজার রান। ৪১৭টি ইনিংস খেলেই করলেন এ রান। যার ২২৮ ইনিংস খেলেছেন ওয়ানডেতে। বাকী ১৩১ ইনিংস টেস্টে এবং ৬২টি টি-টোয়েন্টিতে। মাঠে নামার আগে ছিলেন ৩৭ রান দূরে। জেসন হোল্ডারের করা ইনিংসের ২৫তম ওভারে সিঙ্গেল নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

রেকর্ড গড়ার পথে ভেঙেছেন স্বদেশী শচীন টেন্ডুলকার এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার রেকর্ড। ২০ হাজার রান পূর্ণ করতে দুজনেরই লেগেছিল ৪৫৩ ইনিংস। এ দুই কিংবদন্তি থেকে কোহলি ৩৬ ইনিংস কম খেলেই রেকর্ড গড়লেন কোহলি। এই তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং খেলেছিলেন ৪৬৮ ইনিংস। এছাড়া তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে গড়লেন এ কীর্তি। শচীন ছাড়া এ ক্লাবের আরেক সদস্য রাহুল দ্রাবিড়।

এদিন টস জিতে ব্যাট করতে নামে ভারত। দলীয় ২৯ রানে রোহিত শর্মাকে হারালে ভাঙে ওপেনিং জুটি। তবে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন অধিনায়ক বিরাট কোহলি। এরপর পঞ্চম উইকেটে সাবেক অধিনায়ক এমএস ধোনির সঙ্গে গড়েন ৪০ রানের জুটি। এরপর কোহলি আউট হলে ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৭০ রানের দারুণ এক জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ধোনি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান করে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন কোহলি। ৮২ বলে ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ধোনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৫৬ রান। ৬১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া পান্ডিয়া ৪৬ ও লোকেশ রাহুল ৪৮ রান করেন। উইন্ডিজের পক্ষে ৩৬ রানের খরচায় ৩টি উইকেট নেন কেমার রোচ। ২টি করে উইকেট পান শেল্ডন কটরেল ও জেসন হোল্ডার।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago