আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত
বরগুনায় রিফাত হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার যুবককে বরিশাল শহর থেকে আটক করার কয়েক ঘণ্টা পর আজ (২৮ জুন) ভোরে তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, “বরিশাল লঞ্চঘাট থেকে আমরা গতরাতে সন্দেহভাজন চারজনকে আটক করেছিলাম। কিন্তু, হত্যার সঙ্গে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।”
পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আমাদের বরিশাল সংবাদদাতা জানান, আটক যুবকদের আজ ভোররাত দেড়টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত রাত সাড়ে ৮টার দিকে ‘মানামি’ লঞ্চে চড়ে ঢাকায় আসছিলো।
উল্লেখ্য, গত ২৭ জুন বরগুনা শহরে প্রকাশ্য দিবালোকে ও স্ত্রীর সামনে রিফাত শরীফ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন চন্দন, হাসান এবং নাজমুল হাসান।
আরো পড়ুন:
সব বিমান, স্থল ও নৌবন্দরে ‘রেড এলার্ট’
রিফাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
Comments