সব বিমান, স্থল ও নৌবন্দরে ‘রেড এলার্ট’

নিহত রিফাত শরীফ। ছবি: সংগৃহীত

বরগুনা শহরে প্রকাশ্য দিবালোকে ও স্ত্রীর সামনে রিফাত শরীফ নামের এক যুবককে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে যে জন্যে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর এবং নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা দ্য ডেইলি স্টারকে আজ (২৮ জুন) বলেন, বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ পুলিশ।

“ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে” উল্লেখ করে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জড়িত অন্যদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোহেল রানা বলেন, আসামিরা যেনো দেশত্যাগ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও, আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র‌্যাব এবং ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

বলেন, “আশা করছি, সব আসামিকে শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভব হবে।”

অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধও করেন সেই পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুন:

আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত

রিফাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিফাতের দেহে সাত আঘাত, মৃত্যুর কারণ ‘অতিরিক্ত রক্তক্ষরণ’

‘আমি অস্ত্রের সামনে দাঁড়িয়েছি কিন্তু কেউ এগিয়ে আসেনি’

রিফাতের খুনীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

Comments

The Daily Star  | English

EC to register Bangladeshi voters in 5 more countries

Expatriates in the US, Maldives, Jordan, South Africa, and Oman now eligible for enrolment

32m ago