টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ভাই নিহত
কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গতরাত একটার দিকে টেকনাফ থানার একদল পুলিশ হত্যা মামলার আসামি মাদক কারবারি হ্নীলা পশ্চিম শিকদার পাড়ার (মন্ডল পাড়া) মৃত মাহমুদুর রহমানের পুত্র আব্দুর রহমান (২৮) এবং আব্দুস সালামকে (২৬) গ্রেপ্তার করতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে দুটি দেশিয় তৈরি বন্দুক (এলজি), সাত রাউন্ড তাজা কার্তুজ, ১২ রাউন্ড খালি খোসা, দুটি কিরিচ ও দুটি চাকুসহ গুলিবিদ্ধ ওই দুই সহোদরকে উদ্ধার করে।”
তিনি আরও বলেন, “তাদের দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আজ ভোর ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই সহোদর মারা যান।”
তাদের মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
প্রদীপ কুমার দাশ বলেন, “পুলিশের পক্ষ থেকে ৪৮ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। আহত তিন পুলিশ সদস্য এসআই কামরুজ্জামান, কনস্টেবল হেলাল ও মোহাম্মদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
Comments