মুন্সীগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, আটক ১
মুন্সীগঞ্জের গজারিয়ায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগে মাসুদ (২২) নামের অপর এক শ্রমিককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, নিহত ধনু মিয়া (৪০) গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকায় ‘নিউ হোপ’ নামের একটি কারখানায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত বুধবার সকালে কাজ করার সময় তার সহকারী মাসুদ ‘হাওয়া যন্ত্র’ দিয়ে তার পশ্চাৎদেশে বাতাস প্রদান করলে ধনু মিয়া অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপের দিকে গেলে ঢাকায় পাঠিয়ে দেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল দিবাগত রাত দুইটার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী পরী বানু বাদী হয়ে গতকাল রাতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, আটকের পর আজ সকালে মাসুদকে আদালতে তোলা হয়। অভিযুক্ত মাসুদ আদালতের কাছে অপরাধ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন।
Comments