নারায়ণগঞ্জে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মো. শাহীন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
murder
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মো. শাহীন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ (২৮ জুন) দুপুরে উপজেলার বক্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় শাহীনের স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত শাহীন সাংবাদিকদের জানান, হামলাকারীরা এর আগেও একাধিকবার তার স্ত্রীকে উত্যক্ত ও শারীরিকভাবে হেনস্তা করেছে। এ ব্যাপারে একটি মামলাও চলমান রয়েছে। এর জের ধরেই আজ সকালে শাহীনের সামনে স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালমন্দ করেন স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন। এতে প্রতিবাদ করেন শাহীন। পরে আমজাদ তার সহযোগীদের নিয়ে দুপুরে হামলা চালিয়ে প্রথমে মারধর পরে দেশি অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা এসে বাধা দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে প্রতিপক্ষের লোকজন শাহীনের ওপর হামলা চালায়। এতে শাহীনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

রফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় শাহীনের স্ত্রী ববি আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন- বল্টু আমজাদ (৪৭), মনির (৫২), আপন (১৮), আকাশ (২৫) ও কিশোর ওরফে শফিক (৩৫)। ঘটনার পর থেকে অপরাধীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আমজাদ হোসেনের মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

Comments