কোপা আমেরিকা ২০১৯

ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

argentina football team
ছবি: রয়টার্স

ভেনেজুয়েলাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকা ২০১৯-এর সেমিফাইনাল নিশ্চিত করেছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আটবারের শিরোপাজয়ী স্বাগতিক ব্রাজিল।

শুক্রবার রাতে (২৯জুন) রিও দি জেনেইরোর মারকানা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। দুই অর্ধে একটি করে গোল করেন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো।

এর আগের তিন দেখায় ভেনেজুয়েলাকে হারাতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচ ড্র করতে পারলেও গেল মার্চে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরেই গিয়েছিল আলবিসেলেস্তেরা।

ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল ভেনেজুয়েলা। তবে গোলের সুযোগ আর্জেন্টিনাই তৈরি করেছে বেশি। গোলমুখে তাদের নেওয়া ১৭টি শটের সাতটিই থাকে লক্ষ্যে। বিপরীতে, ভেনেজুয়েলা মাত্র ছয়টি শট নেয়। লক্ষ্যে ছিল একটি।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির নেওয়া কর্নার ডি-বক্সে ভেনেজুয়েলার ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান সার্জিও আগুয়েরো। তার শটে বুদ্ধিদীপ্ত কৌশলে পায়ের পেছন দিক দিয়ে ফ্লিক করে লক্ষ্যভেদ করেন ইন্টার মিলান ফরোয়ার্ড মার্তিনেজ।

৭৪তম মিনিটে ভেনেজুয়েলা গোলরক্ষক উইলকার ফারিনেজের ভুলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে থেকে আগুয়েরোর নেওয়া শট লুফে নিতে ব্যর্থ হন তিনি। সেই সুযোগে ফাঁকা জালে বল জড়ান বদলি নামা রিয়াল বেতিস মিডফিল্ডার লো সেলসো।

আগামী বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ছয়টায় মিনেইরোতে কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। প্রথম কোয়ার্টার ফাইনালে সেলেসাওরা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় প্যারাগুয়েকে।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago