রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- মুরাদ (৩৩), মধু (৩৪) এবং শম্ভু (৩৩)। এদের সবার বাড়ি রংপুর সদর উপজেলার ভুরারঘাট গ্রামে।
ঘটনার প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা জানান, এই তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে গতকাল রাতে মিঠাপুকুর থেকে রংপুরের দিকে আসছিলেন। রাত ১১টার দিকে সাথীবাড়ি ফিলিং স্টেশনের সামনে এলে ঢাকাগামী একটি নৈশকোচ বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এরপর, স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মুরাদ এবং মধুর মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান শম্ভু।
পীরগঞ্জ উপজেলার বড়দরগা মহাসড়কে দায়িত্বরত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
Comments