নারায়ণগঞ্জে ১৪৮টি বন্য প্রাণী উদ্ধার

কালিম, টিয়া, ময়না ও মুনিয়া পাখি ও কচ্ছপসহ নারায়ণগঞ্জে ১৪৮টি বন্য প্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট।
শুক্রবার নারায়ণগঞ্জের শহর ও বন্দর এলাকায় বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল অভিযান চালিয়ে কচ্ছপসহ ১৮৪টি বন্য প্রাণী উদ্ধার করে। ছবি: স্টার

কালিম, টিয়া, ময়না ও মুনিয়া পাখি ও কচ্ছপসহ নারায়ণগঞ্জে ১৪৮টি বন্য প্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট।

শুক্রবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক ও আব্দুল্লাহ আল সাদিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ফতুল্লার ডিআইটি মাঠ পাখির হাট, শহরের চাষাঢ়া ও বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় দোকানে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করে।

প্রাণীগুলোর মধ্যে রয়েছে ২৫টি টিয়া, ৩টি ময়না, ৪টি শারলি হাঁস, ২০টি মুনিয়া, ২টি কালিম এবং ১৭টি ঘুঘু সহ ৮১টি দেশীয় পাখি এবং ২টি বানর, ৬৫টি কচ্ছপ।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট এর পরিদর্শক অসীম মল্লিক দ্য ডেইলি স্টারকে বলেন, নারায়ণগঞ্জে কয়েকটি জায়গায় আইন লঙ্ঘন করে বন্য প্রাণী কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিআইটি মাঠে পাখির হাটে ও বন্দর এলাকায় দোকান মালিকদের পাওয়া যায়নি। টের পেয়ে আগেই তারা সটকে পড়েন। চাষাঢ়ায় কচ্ছপ বিক্রেতা অঙ্গীকার করেছে, ভবিষ্যতে কখনো বন্য প্রাণী আর বিক্রি করবেন না। ফলে এ জেলায় প্রথমবারের মতো অভিযান হওয়ায় কোনো রকম শাস্তি না দিয়ে শুধু পাখি ও প্রাণীগুলো জব্দ করা হয়।

ছবি: স্টার

তবে বিক্রেতাদের সতর্ক করে বলে দেওয়া হয়েছে, এরপর তারা বন্য প্রাণী কেনাবেচা করলে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী তাদের এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

তিনি আরও জানান, জব্দ করা বন্য প্রাণীগুলো উন্মুক্ত জলাশয় কিংবা বনে অবমুক্ত করে দেওয়া হবে। বন্য প্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago