সেমিফাইনাল নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার মুখোমুখি নিউজিল্যান্ড
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। নিউজিল্যান্ডও রয়েছে সুবিধাজনক অবস্থানে। তবে শেষ চারে জায়গাটা পাকা করতে তাদের চাই আরও একটি জয়। সে লক্ষ্য পূরণে প্রতিবেশী অসিদের মুখোমুখি হচ্ছে দলটি।
লর্ডসে শনিবারের (২৯ জুন) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ২০১৫ আসরের দুই ফাইনালিস্টের খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।
পয়েন্ট তালিকায় অবস্থান:
প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। তাদের অর্জন ৭ ম্যাচে ১২ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১১।
ভেন্যু:
গেল মঙ্গলবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে যে উইকেট ব্যবহার করা হয়েছিল, এদিন সেই একই উইকেটে খেলা হবে। অর্থাৎ উইকেট চেনা থাকায় অ্যারন ফিঞ্চের দল কিছুটা সুবিধা পাবে।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১৩৬টি, অস্ট্রেলিয়া জয়ী: ৯০টি, নিউজিল্যান্ড জয়ী: ৩৯টি, পরিত্যক্ত: ৭টি।
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১০টি, অস্ট্রেলিয়া জয়ী: ৭টি, নিউজিল্যান্ড জয়ী: ৩টি।
সম্ভাব্য একাদশ:
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে পরিবর্তন। শেষ চার ম্যাচে মাত্র এক উইকেট পাওয়া ম্যাট হেনরির পরিবর্তে খেলতে পারেন অভিজ্ঞ টিম সাউদি।
পুরো প্রতিযোগিতায় কিউইরা একই একাদশ নিয়ে খেলেছে। যদিও পাকিস্তানের কাছে হারের পর দলটির স্পিনার মিচেল স্যান্টনার জানিয়েছিলেন, কন্ডিশন বিবেচনায় ওই ম্যাচে ইশ সোধিকে খেলানোর দরকার ছিল তাদের।
অস্ট্রেলিয়া:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেসন বেহরেনডর্ফ।
নিউজিল্যান্ড:
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি/টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
Comments