ফেসবুক, ইউটিউবে যা খুশি প্রচার করা যাবে না: মোস্তফা জব্বার

ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবিটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

আগামী সেপ্টেম্বরের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে সরকার হস্তক্ষেপ করার সক্ষমতা অর্জন করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি জানান, এতদিন বিভিন্ন ওয়েবসাইটে সরকারের নিয়ন্ত্রণ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ক্ষেত্রে তা সম্ভব হচ্ছিল না। আগামী সেপ্টেম্বর থেকে এখানেও সরকারের হস্তক্ষেপের সক্ষমতা তৈরি হবে। ফলে কেউ ইচ্ছা করলেই ফেসবুক বা ইউটিউবে যা খুশি তাই প্রচার করতে পারবে না। আর এটাকে গর্ব করার মতো ব্যাপার বলেই মনে করছেন তিনি।

শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সকলকে সর্তকতা থাকার আহ্বান জানিয়ে বলেন, সকলে যদি সর্তক থাকলে তাহলে বেসিক যে নিরাপত্তার রয়েছে তা নিশ্চিত হবে।

মোস্তফা জব্বার বলেন, রাষ্ট্রের এখন সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে রাষ্ট্র ইচ্ছে করলে যে কোনও ওয়েবসাইটকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। এটি আমাদের একটা বড় অর্জন। বিশেষ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা এই সক্ষমতা অর্জন করেছি। সেই সময় কোনো গুজব ছড়াতে পারে নাই কেউ। ইতিমধ্যে ইন্টারনেটকে নিরাপদ করার জন্য ২২ হাজার পর্ণ সাইট বন্ধ করা হয়েছে। এর পাশাপাশি বেটিং সাইটও বন্ধ করা হয়েছে। যে জায়গায় সংকট তা হলো সোশ্যাল মিডিয়াতে যখন স্ট্যাটাস দেওয়া হয়, অথবা ভিডিওগুলো প্রচার করা হয়, সেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এর প্রধান কারণ হচ্ছে, ফেসবুক কিংবা ইউটিউব মার্কিন প্রতিষ্ঠান। তারা আমেরিকান কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে পরিচালনা করে থাকে, তাই আমরা সরাসরি তাদের হস্তক্ষেপ করতে পারি না।

তিনি বলেন, সুখবর হলো, আমরা আশা করছি সেপ্টেম্বর মাসের পর আমরা এক্ষেত্রেও সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জন করব। অর্থাৎ কেউ ইচ্ছা করলেই ফেসবুক-ইউটিউবে যা খুশি তাই প্রচার করতে পারবে না। বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই সক্ষমতা অর্জন করেছে, এটা গর্ব করার বিষয়।

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

1h ago