অসিদের ২৪৩ রানে আটকে দিয়েছে নিউজিল্যান্ড
সেমি-ফাইনাল নিশ্চিত করতে জয় চাই নিউজিল্যান্ডের । অন্যদিকে আগেই সেমি ফাইনাল নিশ্চিত হলেও অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি শীর্ষস্থান ধরে রাখার। তবে আগে ব্যাট করে খুব বড় সংগ্রহ করতে পারেনি দলটি। উসমান খাওয়াজা ও অ্যালেক্স ক্যারির হাফসেঞ্চুরিতে ২৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়া।
এদিন শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বল করেন কিউই পেসাররা। বিশেষ করে ট্রেন্ট বোল্ট। চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন এ পেসার। ৫০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে খাওয়াজা, মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফকে তুলে নেন তিনি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ভারতের মোহাম্মদ শামি।
টসটা এদিন জিতেছিল অস্ট্রেলিয়াই। আগে ব্যাটিংয়ে নামা দলটির দুই ওপেনারই এদিন ব্যর্থ হন। অথচ টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন এ দুই ব্যাটসম্যান। শুধু তাই নয় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে দলীয় ৯২ রানেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।
তবে ষষ্ঠ উইকেটে খাওয়াজার সঙ্গে দলের হাল ধরেন ক্যারি। গড়েন ১০৭ রানের জুটি। এরপর ক্যারি আউট হলে প্যাট কামিন্সকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েছিলেন খাওয়াজা। কিন্তু শেষ দিকে আর কেউ দলের হাল ধরতে না পারায় ৯ উইকেটে ২৪৩ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন খাওয়াজা। ১২৯ বলে ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। তবে ৭২ বলে ৭১ রানের কার্যকরী এক ইনিংস খেলেন ক্যারি। নিউজিল্যান্ডের পক্ষে ৫১ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন বোল্ট। এছাড়া লোকি ফার্গুসন ও জেমস নিশাম ২টি উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৯.৫ ওভারে ২৪৩/৯ (ওয়ার্নার ১৬, ফিঞ্চ ৮, খাওয়াজা ৮৮, স্মিথ ৫, স্টয়নিস ৫, ম্যাক্সওয়েল ১, ক্যারি ৭১, কামিন্স ২৩*, স্টার্ক ০, বেহরেনডর্ফ ০, লাওন ০*; বোল্ট ৪/৫১, গ্রান্ডহোম ০/২৯, ফার্গুসন ২/৪৯, শোধি ০/৩৫, নিশাম ২/২৮, স্যান্টনার ০/২৩, উইলিয়ামসন ১/২৫)।
Comments