অবস্থান বদলায়নি, অবসর নিয়ে দেশে ফিরেই চূড়ান্ত সিদ্ধান্ত: মাশরাফি

Mashrafee Mortaza
ছবি: একুশ তাপাদার

ক্যারিয়ারের অন্তিম লগ্নে থাকা বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার অবসর নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন। অবসর নিয়ে তার আগের অবস্থানেরও কোন বদল হয়নি বলে জানান দেশের সফলতম এই অধিনায়ক। টুর্নামেন্টের মাঝখানে নিজের অবসর নিয়ে মাতামাতি করে দলের মনোযোগ নষ্ট করতেও চান না তিনি।

এটিই শেষ বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক ক্রিকেটকে এখনি বিদায় বলছেন না বলে মাশরাফির বরাত দিয়ে খবর বের হয় কয়েকটি গণমাধ্যমে।

তবে শুক্রবার রাতে বাংলাদেশ অধিনায়ক দ্য ডেইলি স্টরকে জানান, খেলা চালিয়ে যাওয়া কিংবা অবসর নেওয়া কোন ব্যাপারেই এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেননি তিনি। বিশ্বকাপ চলাকালীন এই নিয়ে কোন মাতামাতি হোক চান না বলেই দিচ্ছেন না চূড়ান্ত ঘোষণা,  ‘আমি সবাইকে একটা পরিষ্কার বার্তা দিতে চাই যে, বিশ্বকাপ শেষ হওয়ার পরেই আমি এগুলো নিয়ে ভাবব। বিশ্বকাপের ভেতরে চাই না আমার দল কোনভাবে বিরক্ত হোক। তারা এইসব নিয়ে মুহূর্তের জন্যও আমাকে ভাবুক। বিশ্বকাপের মধ্যে ভেবে আমি কথা বলে সুন্দরভাবে সিদ্ধান্ত নিব।’

বিশ্বকাপের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার কোনদিকে যাবে তা দেশে ফিরেই সবার সামনেই দিতে চান বাংলাদেশের অনেক জয়ের নায়ক মাশরাফি,  ‘এখানে আপনারাও ধরেন ৫৫ জন (সাংবাদিক) আসছেন। বাংলাদেশেও সাংবাদিক অনেকজন পড়ে আছে। আমার মনে হয় তারাও দাবি রাখে, ওখানে যেয়ে ঠাণ্ডা মাথায় যেটাই বলি না কেন, সেখানে ঘোষণা দেব।’

১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক সাফল্য এনে দেওয়ার কারিগর হিসেবে নিজের অবসর ঘোষণার জন্য আরেকটু সময় চাইছেন তিনি, ‘আমার মনে হয় আমিও ওইটুকু দাবি রাখি যে ওখানে দেশে গিয়ে ঘোষণাটা দেওয়ার। টুর্নামেন্টের ভেতরে আমি কোনভাবেই আলোচনায় যেতে চাই না।’

‘আমি যেটা বলেছি খেলা চালিয়ে যেতে চাই। যদি বলেন বিশ্বকাপের পরেও (খেলা চালিয়ে যাওয়া)। সেটা ঠিকাছে। কিন্তু  সেটা (সিদ্ধান্ত বা ঘোষণা) টুর্নামেন্টের পরে। যদি আমাকে পরিষ্কার ধারণাটা দিতে বলেন (অবসর নিয়ে) তাহলে আমি পারব না। কারণ আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’

‘আগে (অবস্থান) যা ছিল ওটাই আছে। এটা নিয়ে আমি আগেও যা বলে আসছি, এখনো তাই বলছি। কোন কিছু বদল হয়নি।  টুর্নামেন্টের ভেতরে আমি কিছু চূড়ান্ত করতে চাই না।’

 

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago