মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে (২৮) গতকাল (২৯ জুন) রাতে শহরের বাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এর আগে সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়। মামলা নং ৪৩(৬)২০১৯।
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ারের টরকী গ্রামের রেহানা বেগম মারামারি ঘটনা উল্লেখ করে মামলাটি করেন।
গত ২৭ জুন বাদীর বাড়িতে গিয়ে মারধর করে টাকা-স্বর্ণালঙ্কার চুরিসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে মামলায়।
১৪৩, ১৪৮, ৩২৩, ৩৮০ ৫০৬, ১১৪ ধারায় দায়ের করা মামলাটিতে ছয়জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে প্রধান আসামি ফয়সাল মৃধা।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, স্থানীয় সমস্যার কারণে মামলাটি হয়েছে। এটি কোনো রাজনৈতিক মামলা নয়।
Comments