জাহাজ থেকে বঙ্গোপসাগরে পড়ল ৪৩টি কনটেইনার
উত্তাল সাগরে হাতিয়া চ্যানেলের কাছে একটি জাহাজ থেকে ৪৩টি কনটেইনার বঙ্গোপসাগরে ছিটকে পড়েছে। বিদেশ থেকে পণ্য নিয়ে আসা জাহাজটি ঢাকার দিকে আসছিল।
সকালে শিল্প পণ্যবাহী কেএসএল গ্লাডিয়েটর থেকে কনটেইনারগুলো ছিটকে পড়ে বলে বিআইডব্লিউটিএ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, ৮৩টি কনটেইনার নিয়ে কার্গো জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভিমুখে যাচ্ছিল। সম্ভবত সাগর উত্তাল থাকায় কনটেইনারগুলো জাহাজ থেকে পানিতে পড়ে যায়।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টারের চট্টগ্রাম প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজটি নোয়াখালীর হাতিয়া চ্যানেল পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।
সাগরে পড়ে যাওয়া কনটেইনারগুলোকে ভাসতে ভাসতে ভাসান চরের দিকে যেতে যেতে দেখা গেছে বলেও যোও করেন ওই কর্মকর্তা।
Comments