ইতিহাস ভারতের পক্ষে

১৯৯৯ বিশ্বকাপ। বার্মিংহামের এজবাস্টনেই মহাগুরুত্বপূর্ন ম্যাচে ভারতের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। বিশ্বকাপে জিততে ওই ম্যাচে জেতা ছাড়া উপায় ছিল না। কিন্তু সৌরভ গাঙুলির অলরাউন্ড নৈপুণ্যে সেবার ৬৩ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। সেই এজবাস্টনেই এবার বাঁচা-মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি ইয়ন মরগ্যানের দল।

১৯৯৯ বিশ্বকাপ। বার্মিংহামের এজবাস্টনেই মহাগুরুত্বপূর্ন ম্যাচে ভারতের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। বিশ্বকাপে জিততে ওই ম্যাচে জেতা ছাড়া উপায় ছিল না। কিন্তু সৌরভ গাঙুলির অলরাউন্ড নৈপুণ্যে সেবার ৬৩ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। সেই এজবাস্টনেই এবার বাঁচা-মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি ইয়ন মরগ্যানের দল।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেখা দেওয়া যাক দুদলের কিছু পরিসংখ্যান 

-         ভারতের বিপক্ষে সর্বশেষ তিন ওয়ানডেতেই জিতেছে ইংল্যান্ড

-         বিশ্বকাপে গত তিনবারের দেখায় ভারতকে হারাতে পারেনি ইংল্যান্ড। ১৯৯৯ সালে এই এজবাস্টনেও ভারতের কাছে হেরে বিদায় ইংল্যান্ড। যদিও বিশ্বকাপে সাতবারের দেখায় তিনটি করে জয় আছে দুদলের। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত।

-         আইসিসি বিশ্বকাপে নিজেদের সব শেষ ১৭ ম্যাচের মধ্যে ১৬টিতেই জিতেছে ভারত। এই বিশ্বকাপেও এখনো পর্যন্ত অপরাজিত তারা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া বাদ দিলে জিতেছে বাকি পাঁচটিতেই।

-         বার্মিংহামের এজবাস্টনে নিজেদের সর্বশেষ তিন ওয়ানডেতেই জিতেছে ইংল্যান্ড। এই মাঠে তাদের সর্বশেষ হার ২০১৪ সালে, এই ভারতের বিপক্ষেই।

-         গত দুই ম্যাচেই হেরেছে ইংল্যান্ড। ২০১৪ সালের পর ঘরের মাঠে টানা তিন ওয়ানডেতে হারের শঙ্কায় আছে তারা।

-         গত দুই ম্যাচেই ফিফটি করেও দলকে জেতাতে পারেননি অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৬ সালে এরকম টানা দুই ফিফটির পর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

-         ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব নামছেন ক্যারিয়ারের পঞ্চাশতম ওয়ানডেতে। এরমধ্যেই তিনি পেয়ে গেছেন ৯১ উইকেট।

-         ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৫০৪ রান করে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। আর ২০ রান করলে যুবরাজ সিংকে (১৫২৩) ছাপিয়ে বিপক্ষে দলের ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার মালিক হবেন তিনি।

-         এজবাস্টনের মাঠে ভারত অধিনায়ক বিরাট কোহলির আছে ২৪৩ রান। যা বর্তমানে খেলা চালানো ইংলিশ ব্যাটসম্যানদের থেকেও বেশি (মরগ্যান ২৩৯)। এই মাঠে সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একবার আউট হয়েছেন কোহলি। এই মাঠে তার শেষ পাঁচ ইনিংস – (২২*, ৪৩, ১*, ৮১*, ৯৬*) 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago