গ্যাসের দাম বেড়ে এক বার্নার ৯২৫, দুই বার্নার ৯৭৫ টাকা

সব ক্ষেত্রে গ্যাসের দাম ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাসের বাড়তি দাম আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে।

দাম বাড়ানোর পর এক বার্নারের চুলার জন্য খরচ হবে ৯২৫ টাকা আর দুই বার্নারের চুলার জন্য পড়বে ৯৭৫টাকা। যেখানে, জুন মাস পর্যন্ত এক বার্নারের জন্য ৭৫০টাকা ও দুই বার্নারের জন্য ৮০০ টাকা গুণতে হতো গ্রাহককে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম আজ কারওয়ান বাজারে তাদের কার্যালয়ে গ্যাসের বাড়তি দামের কথা ঘোষণা দেন।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago