শঙ্কা উড়িয়ে অনুশীলনে মাহমুদউল্লাহ
কাঁধের চোট নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলেন, আফগানিস্তান ম্যাচে তার সঙ্গে যোগ হয় পায়ের পেশির চোট। সেই চোটে মাহমুদউল্লাহ রিয়াদকে হাঁটতে হয়েছে ক্র্যাচে ভর দিয়েও। দুদিন আগেও হাঁটছিলেন খুঁড়িয়ে। তবে আশানুরূপ উন্নতিতে রোববারই ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।
২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমেই খোঁড়াতে থাকেন মাহমুদউল্লাহ। পানি পানের বিরতিতে তার পায়ে টেপ বাধাও দেখা যায়। ওই ম্যাচে আউট হওয়ার পর আর ফিল্ডিং করতে নামেননি। পরে স্ক্যান করে তার ডান পায়ের পেশিতে ধরা পড়ে গ্রেড ওয়ান টিয়ার।
ফিজিও থিহান চন্দ্রমোহন জানিয়েছিলেন, এই চোটে অন্তত সপ্তাহখানেকের বিশ্রামে থাকা লাগবে তাকে। ভারত ম্যাচের আগে লম্বা বিরতি থাকাতেই হয়েছে শাপেভর। এই সময়ে পুরোপুরি বিশ্রাম নিয়ে সেরে উঠেছেন তিনি।
শুক্রবার টিম হোটেল থেকে জুম্মার নামাজে যাওয়ার সময়ই খোঁড়াতে দেখা গিয়েছিল তাকে। তারও ৪৮ ঘণ্টা পর রোববার অনুশীলনে যেতে টিম বাসে উঠেন একদম স্বাভাবিকভাবে। অনুশীলনে গিয়ে নক করেছেন তিনি।
তবে মাহমুদউল্লাহ ম্যাচ খেলার জন্য পুরো ফিট কিনা তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ দল। অবশ্যই পুরো ফিট হতে মাঝে আরও একদিন সময় আছে তার হাতে।
মঙ্গলবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লোয়ার মিডল অর্ডারের অন্যতম ভরসা মাহমুদউল্লাহর খেলা ভীষণ দরকার বাংলাদেশের। অধিনায়ক মাশরাফি মর্তুজা অবশ্যই আগেই জানিয়েছেন, বিন্দুমাত্র সুযোগ থাকলেও মাহমুদউল্লাহকে নিয়েই খেলতে নামবেন তারা।
Comments