মাশরাফিকে নিয়ে উদ্বিগ্ন নন ওয়ালশ

Courtney Walsh & Mashrafe Mortaza
অনুশীলনে কোর্টনি ওয়ালশের সঙ্গে মাশরাফি মর্তুজা। ছবি: বিসিবি

বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে কেবল একটাই উইকেট পেয়েছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। তার বল থেকে রান খসেছে ওভারপ্রতি ছয়ের বেশি। তবে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এতেই সমস্যার কারণ দেখছেন না। তার মতে উইকেট না পেলেও শিষ্য আছেন ঠিক পথে। 

বিশ্বকাপে বাংলাদেশের তিন পেসারের মধ্যে উইকেটের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা মাশরাফির। ৬ ম্যাচে ২৭৯ রান দিয়ে পেয়েছেন কেবল জনি বেয়ারস্টোর উইকেট। তবে ইকোনমি রেটের দিক থেকে মোহাম্মদ সাইফুদ্দিন আর মোস্তাফিজুর রহমান থেকে খানিকটা এগিয়ে আছেন তিনি।

এখনো পর্যন্ত ৪৪ ওভার বল করে ৬.৩৪ করে রান দিয়েছেন মাশরাফি। মোহাম্মদ সাইফুদ্দিন ৪২ ওভার বল করে ওভারপ্রতি দিয়েছেন ৬.৬৯ করে রান। আর মোস্তাফিজুর রহমান ৫২ ওভার বল করে দিয়েছেন ওভারপ্রতি ৬.৭০ করে রান। মোস্তাফিজ, সাইফুদ্দিন দুজনেই অবশ্য পেয়ে গেছেন ১০ উইকেট।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক ক্যাচ মিস না হলে মাশরাফি উইকেট সংখ্যাও থাকত আরেকটু ভদ্রস্থ। তবে যাই হয়েছে তাতে অস্থিরতার কিছু পাচ্ছে না ওয়ালশ,  ‘উইকেট পাওয়াই সব নয়। রানরেটের ব্যাপারটাও এখানে মুখ্য। সে উইকেট পায়নি, সবাই জানে। অনেকেই আছে টুর্নামেন্টে খেলছে কিন্তু উইকেট পায়নি। কিন্তু ইকনোমি রেট ভালো। সে ভাল বল করছে। আমি নিশ্চিত উইকেট আসবেই। সেই উইকেট পাচ্ছে না বলে আমি উদ্বিগ্ন নই।’

শুরুর দিকে তালগোল পাকানো বল করলেও গত তিন-চার ম্যাচে জায়গায় বল ফেলার হার বাড়ার কথা বলেছেন মাশরাফি নিজেই। ওয়ালশ চান উইকেট পাওয়ার চেয়ে বরং ঠিক জায়গায় বল ফেলতে থাকুন অধিনায়ক, সেটা করতে পারলে ধরা দিবে উইকেটও, ‘সে কতটা আঁটসাঁটও বল করতে পারছে তা নিয়েই ভাবছি। সে যখনই শুরুতে উইকেট পায়, তা আমাদের জন্য বড় কিছু এনে দেয়। আরও দুই ম্যাচ আছে। আশা করছি সে এটাই করবে।’

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago