ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ৩
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাপায় পিকআপ ভ্যানের ৩ আরোহী নিহত হয়েছেন।
ভরাডোবা মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরির্দশক (এসআই) আব্দুস সালামের বরাতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক তাইজুল ইসলাম (৩০), সহকারী বাবলু মিয়া (২২) এবং মাছ ব্যবসায়ী তাহের উদ্দিন (৪৭)। এদের সবার বাড়ী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়।
তিনি জানান, গতরাত পৌনে পাঁচটার দিকে ভালুকার মেহেরবাড়ি এলাকায় ঢাকাগামী মাছবোঝাই পিকআপ ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
মোহনগঞ্জ থেকে মাছবোঝাই করে পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
Comments