শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ
সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে শ্রীলঙ্কাকে। আর জিতলেই যে শেষ চার নিশ্চিত তাও নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর। পাশাপাশি রান রেটও বাড়াতে হবে। অন্যদিকে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে উইন্ডিজ। ম্যাচটা কেবল তাদের জন্য নিয়ম রক্ষার। সম্মানেরও বটে। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে বেলা সাড়ে ৩টায়।
মহা গুরুত্বপূর্ণ এ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অসুস্থতার জন্য দলে নেই নুয়ান প্রদিপ। তবে অফফর্মের জন্য একাদশ থেকে বাদ পড়েছেন থিসারা পেরেরা ও জীবন মেন্ডিস। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন লাহিরু থিরিমান্নে, জেফ্রি ভ্যানডারসে ও কাসুন রাজিথা। পরিবর্তন আছে ক্যারিবিয়ান দলেও। আগের ম্যাচে দারুণ বোলিং করেছিলেন কেমার রোচ। তবে এ ম্যাচে শতভাগ ফিট না থাকায় তাকে পরিবর্তন করেছে উইন্ডিজ। একাদশে ফিরেছেন শ্যানন গ্যাব্রিয়েল।
উইন্ডিজ: ক্রিস গেইল, সুনিল আমব্রিস, শেই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমাইয়ের, কার্লোস ব্র্যাথওয়েট, জেসন হোল্ডার, ফ্যাবিয়েন অ্যালেন, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল, ওশানে থমাস।
শ্রীলঙ্কা: দিমুথ কারুনারাত্নে, কুশল পেরেরা, আভিস্কা ফের্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, ইশুরু উদানা, জেফ্রি ভ্যানডারসে, কাসুন রাজিথা ও লাসিথ মালিঙ্গা।
Comments