গ্যাসের দাম বাড়ায় অস্বস্তিতে সরকার: কাদের
গ্যাসের দাম বাড়ানোর কারণে সরকার অস্বস্তিতে পড়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেবল মূল্য সমন্বয়ের জন্যই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
আজ (১ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মূল্য সমন্বয়ের পরও এ খাতে সরকারকে ভর্তুকি দিতে হবে।”
কাদের জানান, গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে তিনি কথা বলেছেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) পরিবেশকদের লোকসান হচ্ছে, এমন দাবির প্রেক্ষিতে গ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে।
এ খাতে দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, “এরকম কিছু আমার জানা নেই। আপনারা (সাংবাদিক) জানতে পারলে আমাকে জানাবেন।”
সরকারের নানামুখী উদ্যোগ গ্রহণের ফলে এই খাতে দুর্নীতির পরিমাণ হ্রাস পেয়েছে বলেও যোগ করেন তিনি
Comments