উইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
সেমি-ফাইনালের সমীকরণটা বেশ কঠিন। জিততে তো হবেই। সঙ্গে বাড়াতে হবে রান রেটও। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপরও। তবে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। উইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহের পথেই আছে দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৩ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছে দলটি।
এদিন টস জিতেছিল উইন্ডিজই। বেছে নেয় ফিল্ডিং। তবে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই ওপেনার কুশল পেরেরা ও অধিনায়ক দিমুথ কারুনারাত্নের দারুণ ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় দলটি। ওপেনিং জুটিতে স্কোর বোর্ডে ৯৩ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। এরপর অবশ্য দ্রুত দুই ওপেনারকে হারিয়ে ম্যাচে ফেরে ক্যারিবিয়ানরা। ৫১ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন কুশল পেরেরা। কারুনারাত্নের ব্যাট থেকে আসে ৩২ রান।
তবে তৃতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে দলের হাল ধরেন আভিস্কা ফের্নান্ডো। গড়েন ৮৫ রানের আরও একটি দারুণ জুটি। ফ্যাবিয়েন অ্যালেনের দুর্দান্ত এক ক্যাচে মেন্ডিস ফিরলে ভাঙে এ জুটি। ব্যক্তিগত ৩৯ রানে বিদায় নেন মেন্ডিস। তবে এর আগে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি।
এদিন উইন্ডিজের বিপক্ষে তো বটেই, শেষ ম্যাচে ভারতের বিপক্ষেও বড় জয় পেতে হবে শ্রীলঙ্কার। তবেই টিকে থাকবে শ্রীলঙ্কার আশা। পাশাপাশি ইংল্যান্ড ও পাকিস্তানকে হারতে হবে নিজেদের শেষ ম্যাচ। সঙ্গে ভারতের বিপক্ষে হারতে হবে বাংলাদেশকেও। অন্যদিকে, বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে উইন্ডিজ। ম্যাচটি তাদের জন্য কেবল নিয়মরক্ষার। সম্মানেরও বটে।
Comments